সাত মাস পর অনুশীলনে নাসির

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০১৮ ১১:০৫ পূর্বাহ্ণ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে। বিসিবির দৃষ্টিতে ভালো অবস্থানে নেই নাসির হোসেন। তার ওপর দীর্ঘদিন ইনজুরিতে ভুগেছেন। সাত মাস পর রোববার প্রথমবারের মতো অনুশীলন করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

জাতীয় দলে ফিরতে হলে তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। ভালো পারফরম্যান্সের সঙ্গে বিসিবির সুনজরে পড়ারও চেষ্টা করতে হবে নাসিরকে। এ বছর ৫ এপ্রিল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয়ের ম্যাচে শেষবার খেলেছিলেন নাসির। ওই ম্যাচে ৯১ বলে ১২৯ রান করেছিলেন তিনি।

লিগ শেষে সিরাজগঞ্জে এক বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলার সময় চোট পান হাঁটুতে। বলেছিলেন, ফিটনেস ট্রেনিংয়ের সময় ইনজুরি পেয়েছেন। স্ক্যানে ধরা পড়ে হাঁটুর দুটি লিগামেন্ট ছিঁড়ে গেছে। ৮ জুন অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং তার হাঁটুতে তিনটি অস্ত্রোপচার করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন