সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে: এমপি আনোয়ার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জুলাই, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: বিশ্বের অন্যতম রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে যুগ উপযোগী সিদ্ধান্ত বাস্তয়নের মাধ্যমে উন্নত মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষে বিনা মূল্যে বই বিতরণের পাশাপাশি শহর বন্দর, গ্রাম গঞ্জের স্কুল, কলেজ, মাদ্রাসায় বহুতল ভবনসহ নানা সহায়তায় দিয়ে ব্যাপক উন্নয়ন করেছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বাস্তবায়ন হবে বলে জানান ড. আনোয়ার খান এমপি।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে। রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুড়ী বাজার জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ড. আনোয়ার খান এমপি।উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এইসময় জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম পাইন এর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক অসিত কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বেলাল, ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস, জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজের গভনিংবডির সভাপতি সৈকত মাহমুদ সামসু,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন খান, রামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশীদ আখন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ,পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া, যুগ্ম আহবায়ক অপু মালসহ প্রমখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন