সবুজ বিজয়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০১৮ ৬:০৮ অপরাহ্ণ

মন পৌষসকালে দুঃখ দুঃখ ভালো লাগেনা।
এখনো হাসি বাঁচিয়ে রাখা যায়!
সবুজ দেখে বেঁচে থাকা যায়।

এমন শিউলি ঝরা ভোরে ঝরে যাব বলে না কেঁদে, মায়ের জন্য একটা মালা বানিয়ে নেওয়া যায়।
মায়েরাও তো আমাদের মতো তরুণী ছিল! ছাতিমের ঘ্রাণে বেঁচে থাকার প্রবল নেশা আছে।
বিষণ্ন দুপুর, হলুদ বিকেল কিংবা খয়েরি সন্ধ্যা নিয়ে এতো হাহুতাশ নয়।

ভরদুপুরে ছাদের উপর একটা ঘুঘুর ঘুরে ঘুরে আহার খোঁজার চেষ্টা দেখেই আমরা আবার নতুন করে বেঁচে থাকা শুরু করতে পারি।
ঝিঁঝি পোকার গান শুনে বিরক্ত হয়ে লক্ষ্মীপেঁচার ডাকে চমকে যেতে পারি।

তুমি বিজ্ঞানে বিশ্বাসী বলে ভূগোলের পাঠ গেলে ভুলে?
একবার ভূগোল খুলে দেখো, বুকের আদল দিয়ে।

দেখবে, আমাদের পিতাদের বেঁচে থাকার সংগ্রাম। মাটির প্রতিটি কণায় আছে লাঙ্গলের আচঁড়।
আমাদের কৃষাণ পিতা কতো অনিশ্চয়তা নিয়েও জলামাঠে নেমে পড়ে একটুকরো সোনালি চাদরের আশায়!

আচ্ছা আমাদের পিতারা কখনো ভালবাসেন নি? ব্যর্থ হননি? তবু তো তারা থেমে যায়নি। এতো রহস্যের মাঝেও বেঁচে থাকার আনন্দে হাসেন।

আমি বিগত বিজয় দেখিনি, আমি বহুবছর পর মায়ের শিউলি মালা পাওয়ার আনন্দে, পিতার রহস্যভেদী হাসিতে বিজয় দেখেছি।

-ইশরাত ফেরদাউস

মতামতের জন্য সম্পাদক দায়ী নন