অপূর্ব নীরবের ‘বঙ্গবন্ধু’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০১৮ ৫:৫২ অপরাহ্ণ

বন্ধু তুমি স্বপ্ন দেখেছো শিখিয়েছো স্বপ্ন দেখতে
শিখিয়েছো কাঁধে কাঁধ মিলিয়ে উঁচু নিচু একিসাথে বাঁচতে
নিষ্পেষিত হতে হতে যখন পিঠ ঠেঁকে গেলো দেয়ালে
বন্ধু তুমি ভেঙে পড়া মৃতপ্রায় আত্মাগুলোকে নতুন করে জাগালে।

 

বন্ধু তুমি কারো কাছে ছিলে আদরের খোকা
কারো কাছে টগবগে যুবক দীপ্তিময় প্রদীপশিখা
আর আপামর জনতার কাছে ছিলে স্বপ্ন দিশারি প্রাণের নেতা
হানাদারের রক্তচক্ষুর সামনে ছিলে সাহসী সৈনিক স্বাধীনচেতা।

 

বন্ধু তুমি এনে দিয়েছে স্বাধীনতা দিয়েছো বিজয়ের মূলমন্ত্র
দিয়েছো ফিরিয়ে মজুর কৃষকের মুখে হাসি- মজলুমের অধিকার দিয়েছো ঢেলে গনতন্ত্র
বন্ধু তুমি গড়েছো হাতে স্বাধীন এ দেশ মাতৃকা
দিয়েছো শিক্ষা দিয়েছো দীক্ষা জ্বেলেছো আলোকবর্তিকা।

 

বন্ধু তুমি ছিলে প্রাণে প্রাণে আছো থাকবে মর্মে কর্মে চেতনায়
তোমার অর্জিত সোনার বাংলা দেখো আজ ভরে উঠেছে পূর্ণতায়
তোমার দেখানো পথে জাগরিত আজো তোমার সন্তানেরা
বন্ধু তোমায় কথা দিলাম তোমার লালিত স্বপ্ন কখনো বৃথা যেতে দেবোনা।

 

বন্ধু তুমি আমার তুমি সারা বাংলার তুমি সমগ্র বিশ্ব জনতার
তুমি বিশ্বের চোখে দৃষ্টান্ত প্রাণ দিয়ে বাঁচাতে মানবতার
বন্ধু তুমি ছিলে শত্রুর চোখে পর্বতসমতুল্য
তোমায় কিনতে পারেনি হানাদার দিয়ে শত সহস্র মূল্য।

 

বন্ধু তুমি ঘরে ঘরে প্রাণে প্রাণে প্রতিটি শিশুর মুখে
তুমি অনুপ্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে সব আশার শেষে দাঁড়াতে আবার ঘুরে
বন্ধু তুমি শত ঝড়েও যাওনি তো ভেঙে নুয়ে
হেরে বারবার দাঁড়িয়েছো আবার নতুন করে এগুতে।

 

বন্ধু তুমি শ্রদ্ধার তুৃমি ভালবাসার তুমি প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতার
তুমি জলে স্থলে বাতাসে মিশে থাকা সুবাস হৃদয়ের তৃষ্ণার
তোমার প্রেম আদর্শ এ মাটিকে করেছে গর্বিত
এ মাটিতে জন্মে তুমি বাংলাকে করেছো ধন্য ওগো বঙ্গবন্ধু।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন