সততা স্টোরে সততা দেখাবে শিক্ষার্থীরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০১৮ ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে লক্ষ্মীপুরের কমলনগরে দুর্নীতি দমন কমিশন ‘সততা স্টোর’ চালু করেছে। উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় এটি উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে এ স্টোর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত কার্যালয় উপ-পরিচালক মো. তালেবুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমতিয়াজ হোসেন।

জানা গেছে, ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ খোলা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখানে পণ্য কেনা ও মূল্য পরিশোধের নিয়মাবলী রয়েছে। কিন্তু কোনো বিক্রেতা নেই। কোনো কিছু কিনতে হলে স্টোরে থাকা সংশ্লিষ্ট খাতায় পণ্যের বিবরণ লিখতে হবে শিক্ষার্থীকে। এরপর পাশেই রয়েছে টাকা জমা দেওয়ার বক্স। যেকোনো শিক্ষার্থী তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব ‘সততা স্টোর’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগীতা বাড়বে।

মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় মাদ্রাসা অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জায়েদ হোসেন ফারুকী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, উপকূল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন, কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম ছায়েদের রহমান, চরবুস এসডিপি উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও ইউপি সদস্য খোরশেদ আলমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন