শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০১৮ ৫:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার মান সমুন্নত রাখা ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয় নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে সদর উপজেলার আয়োজিত এ সভায় সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার, শহীদুল ইসলাম, ফারহানা হক ও ওমর ফারুক।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে মিড ডে মিল, স্কুল ফিডিং, শুদ্ধাচার কাব দল গঠন করতে হবে। শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না। শিক্ষকদেরকে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন