শাহীন চৌধুরী ডলির ‘ছলচাতুরী’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ

চোখে তাদের নেশার লাটিম
লোভাতুর মাপে শরীরের ভাঁজ
কামুক দৃষ্টি যেন বন্য শুকর।
নারী তাদেরে দেবতা মানে
চরণ চুমে অর্ঘ্য দানে,
দাগকাটা ফিতায় মাপে না
বয়সী পার্থক্যের ডাটা
আত্মার সাথে বাঁধে অন্তরাত্মা।
কলি থেকে ফুল তাদের প্রিয় ভুল
আকণ্ঠ নিমজ্জিত অবয়ব
প্লাবণে কাটে সাঁতার
খরায় খুঁজে ভিন্ন আধার ।
কোমলে অতীন্দ্রিয় সুখ
বাহুর ভাঁজে নিত্যতার চাওয়া
নব্য পেলব মুখ।
সভায় উচ্চকিত কণ্ঠে তারাই
নারী সম্মানে বিগলিত
ইতিহাস ঘেঁটে স্তম্ভিত নারী
হাসির দমকে বলে উঠি
পুরুষ! জানে বটে ছলচাতুরী!

মতামতের জন্য সম্পাদক দায়ী নন