লাদাখে ভারতের বিশেষ বাহিনীর সদস্য নিহত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ২:৪৩ অপরাহ্ণ

হিমালয় সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত ওই সদস্য তিব্বতীয় বংশোদ্ভূত।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিব্বতের এক সংসদ সদস্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

এ ঘটনায় ভারত অভিযোগ করে বলেছে, লাদাখের প্যাংগং লেক এলাকায় ভারতীয় সেনাদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে চীনা সেনারা। চীনের দাবি, এ ধরনের কোনো কিছুই করেনি তারা।

কোনও পক্ষই বিশেষ বাহিনীর ওই সদস্যের নিহত হওয়ার খবর স্বীকার করেনি। তবে নির্বাসনে থাকা তিব্বত পার্লামেন্টের একজন সদস্য নামঘায়াল দোলকার লহাগাড়ি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শনিবার রাতে সংঘর্ষে তিব্বতীয় বংশোদ্ভূত এক সৈন্য নিহত হয়েছে। ওই ঘটনায় বিশেষ বাহিনীর আরও একজন সদস্য আহত হয়েছে বলেও তিনি জানান ।

স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সে বহু জাতিগত তিব্বতিয়ান কর্মরত আছে। চীন যে তিব্বতের মালিকানা দাবি করে, তার বিরোধিতায় তারা ভারতীয় বাহিনীতে যোগ দিয়েছে।

উল্লেখ্য, ১৯৬২ সালে চীন-ভারত সীমান্ত সংঘর্ষের পর দীর্ঘদিন শান্ত ছিল এ অঞ্চল। তবে মাস দুয়েক আগে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ১৫ জুন লাদাখ সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা প্রাণ হারান। তবে এ ঘটনায় চীনের কতজন হতাহত হয়েছে তা জানায়নি দেশটি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন