করোনা থেকে সুস্থ হওয়ার পর ৪ মাস থাকে অ্যান্টিবডি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ২:৪১ অপরাহ্ণ

করোনা থেকে সুস্থ হওয়ার পর ব্যক্তির শরীরে ৪ মাস পর্যন্ত অ্যান্টিবডি উপস্থিত থাকে বলে নতুন এক গবেষণা দেখা গেছে।

আইসল্যান্ডের করোনী রোগীদের উপর করা এ গবেষণাটি মঙ্গলবার প্রকাশ করা হয়। খবর এনডিটিভির

গবেষণা প্রতিবেদনে বলা হয়, আইসল্যান্ডে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের ৯০ শতাংশেরও বেশি মানুষের শরীরে ৪ মাস পর্যন্ত অ্যান্টিবডি উপস্থিত ছিল।

এর আগের একটি গবেষণায় দেখা গিয়েছিল, অ্যান্টিবডি স্বল্প সময়ের জন্য করোনা থেকে সুস্থ ব্যক্তির শরীরে থাকে এবং দ্রুত আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

আইসল্যান্ডের এই গবেষণার ডিকোড জেনেটিক্সের প্রধান নির্বাহী কারি স্টিফ্যানসন বলেন, নতুন এই গবেষণা পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়ে বাস্তব ধারণা দেবে এবং শরীরে ভ্যাকসিনের স্থায়িত্ব কতো দিন থাকবে সে বিষয়েও ধারণা পাওয়া যাবে।

অ্যান্টিবডি সম্পর্কে ধারণা পেতে আইসল্যান্ডের প্রায় ৩০০০ করোনা রোগীর উপর এই গবেষণাটি করা হয়। কতোজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের শরীরের ইমিউনো স্ট্যাটাস সম্পর্কে জানতে গবেষণাটি শুরু করা হয়েছিল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন