লক্ষ্মীপুর যুবলীগের সম্মেলনে ‘ধর’ বলেছিলো কে?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০১৭ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলনে ধর বলে উচ্চস্বর করার পর দলীয় নেতাকর্মীরা সম্মেলনস্থলে ছুটাছুটি করতে থাকে। এসময় শতাধিক চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার শেষ বিকেলে যুবলীগের অনুষ্ঠানে কে বিশৃঙ্খলা উদ্যেশে এমন করেছে তা চিহ্নিত করা সম্ভব হয়নি। এসময় উদ্বোধনী বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সম্মেলনস্থলে মধ্যবয়সী এক যুবক জানায়, হঠাৎ সম্মেলনের মধ্যখান থেকে ধর বললে আতংক সৃষ্টি করে। এসময় নেতাকর্মীরা সভারস্থল থেকে বের হয়ে যেতে চেষ্টা করে।

এসময় জেলা যুবলীগের আহবায়ক এ,একে.এম সালাহ উদ্দিন টিপু মাইকে জয় বাংলার শ্লোগান দিয়ে উত্তাপ্তা নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে। এসময় তিনি বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বিশৃঙ্খলা না করার নির্দেশ দেন।

পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ছুটাছুটি করা নেতাকর্মীদের শান্ত করার চেষ্ট করে।

এ নিয়ে জেলা যুবলীগের দায়িত্বশীল এক নেতার ফেসবুক আইডির স্ট্যাটার্সে বলা হয়েছে সম্মেলনে বিশৃঙ্খলা করার উদ্যেশে এমন কাজ করা কোন ভাবেই ঠিক হয়নি। এসবের সাথে জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবানও জানান ওই নেতা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন