লক্ষ্মীপুরে ৮ দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০১৮ ৬:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সড়ক পরিবহণ আইনের শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে শ্রমিকরা। জেলা বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়।


এসময় বক্তব্য রাখেন, জেলা বাস সমিতির (দক্ষিণ শাখা) সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আল মাসুম, জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম ও ট্রাক মালিক সমিতির সভাপতি শামছুদ্দোহা মিস্টার প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮’ পাশ করা হয়েছে। ওই আইনে শ্রমিক স্বার্থে অনেক ধারা সংযোজিত হয়। তবে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা সড়ক পরিবহন শ্রমিককের জীবন জীবিকাকে জটিল করে তুলবে। এটি মেনে নেওয়া কোন অবস্থাতেই আমাদের পক্ষে সম্ভব নয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন