লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা রোধে বিতর্ক প্রতিযোগিতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে লক্ষ্মীপুরে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়টির উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিতর্ক প্রতিযোগীতায় অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা ও প্রতিনিয়ত দূর্ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে এ বিষয়ে করণীয়র উপর যুক্তি-তর্ক উপস্থাপন করেন বিতর্কে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীরা। এতে বিচারক হিসেবে ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাফর আহমাদ, মো: আমিনুর রশিদ। মডারেটর ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো: আরিফুল ইসলাম। এসময় বিচারকম-লী ও আমন্ত্রীত অতিথিরা ক্ষুদে শিক্ষার্থীদের যুক্তিসিদ্ধ এ বিতর্ক উপভোগ করেন।


এর আগে সকালে দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মতিন। পরে প্রতিযোগীতায় ৩০টি ইভেন্টে ১১০জন বিজয়ীদের মাঝে পুুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।


এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার ভৌমিক, নজরুল ইসলাম, আব্দুর রহিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকরাবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন