লক্ষ্মীপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০১৮ ৩:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল হক মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলী।


বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু প্রমুখ। এসময় শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাবা-মা সচেতন হলে বাল্যবিয়ে, শিশু মৃত্যু ও মাদক রোধ করা সম্ভব। তাদেরকে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এছাড়া সমাজের উন্নয়নে মসজিদের ইমামদের ভূমিকা লক্ষ্যনীয়। মসজিদের খুতবার সময় এসব সমাজ ব্যাধির অপকারীতা ও প্রতিকার নিয়ে আলোচনা করতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন