লক্ষ্মীপুরে মেয়র আবু তাহেরর কম্বল পেল ৮ হাজার শীতার্ত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২১ ১:৫০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের অর্থায়নে ৮ হাজার শীতার্ত ও নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচএম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ, কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আলী, আবুল খায়ের স্বপন ও জাহিদুজ্জামান চৌধুরী রাসেল প্রমুখ।

 

আয়োজকরা জানায়, প্রতিবছর লক্ষ্মীপুর পৌরসভার শীতার্ত মানুষের মাঝে মেয়র তাহেরের উদ্যোগে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় এবার পৌরসভার ১৫ টি ওয়ার্ডের শীতার্ত ৮ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বক্তারা বলেন, শীতে মহামারি করোনা নতুন করে রূপ নিয়েছে। এর থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে হবে। এ শীতে নিন্ম আয়ের মানুষের পশে দাঁড়াতে সমাজের ধনাঢ্যদের এগিয়ে আসতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন