লক্ষ্মীপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০১৮ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ঝুমুর সিনিমা হল এলাকা প্রদক্ষিণ করে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নিজাম উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন, ডা. আরিফুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম ও ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন