লক্ষ্মীপুরে বিনামূল্যে ২৬ লাখ বই পেল শিক্ষার্থীরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০১৮ ৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও পৃথক পৃথক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

আজ সোমবার সকালে জেলার আদর্শ সমাদ উচ্চ বিদ্যালয়ে হলরুমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ পাঠ্যপুস্তক উৎসব কর্মসূচির উদ্বোধন করেন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম ভুলু।

একই সময় বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালী প্রভা নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৭৩২ টি সরকারী বিদ্যালয়, ২৫৮ টি কিন্ডারগার্ডেন স্কুল, ২০৬ টি আনন্দ স্কুল, এনজিও ১৪০ টি, আন- রেজিষ্টার্ড ১৫টি অন্যান্য ৭ টি, ইংলীশ ভার্সন ৩ টি প্রতিষ্ঠানে মোট ১১ লাখ ১৭ হাজার ৩৫০ কপি বই বিতরন করা হয়। জেলা মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ লাখ ১০ হাজার ৮৫৭ কপি বই বিতরণ করা হয়। এ ছাড়া দাখিল পর্যায়ে ৬ লাখ ৩৮ হাজার ৬০, এবতেদায়ী ৩ লাখ ২৮ হাজার ৪৫১, ভোকেশনাল পর্যায়ে ১১ হাজার ৮ শত ৭৫ কপি বই বিতরণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন