লক্ষ্মীপুরে কালের কন্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগীতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০১৮ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘের আয়োজনে লক্ষ্মীপুরে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান।

বিতর্কের ফাইনাল রাউন্ডে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় পক্ষ দল ও লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলের হয়ে প্রতিদ্ধন্ধিতা করেন। এতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছেন। দুই দলের দলনেতা ইউসুফ রায়হান ও জয়নব বিনতে মাহমুদ তাকিয়া সেরা বক্তা নির্বাচিত হন। পরে প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

কালের কন্ঠ’র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমআর মাসুদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি, শুভ সংঘের জেলা সভাপতি কার্তিক সেনগুপ্ত, সাধারণ সম্পাদক মেহেরুন হাছান রাজু, সাংবাদিক আতোয়ার রহমান মনির, মামুনুর রশিদ, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন, আকরাম উদ্দিন তৌকি ও সুমন দাস।
এসময় বিচারকের দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা ডিভেট এসোসিয়শনের সভাপতি মাজেদ আজাদ, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাজ্জাদুর রহমান, ফাহমিদা মাহবুব, আজিজুর রহমান খান বুলবুল, ইমন চৌধুরী, মাইনউদ্দিন ইফতি, অপু চন্দ্র দাস, নিলয় রঞ্জন নাথ, মো. ওসমান শুভ ও ইসমাইল হোসেন সুজন।

প্রতিযোগীতায় অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলো হল ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর মার্চ্চেন্টস একাডেমী, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, বিজয়নগর উচ্চ বিদ্যালয়, খিলবাইছা জিএফ স্কুল এন্ড কলেজ। প্রত্যেক দলে তিনজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন