লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ জুলাই, ২০১৮ ১০:১৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) লক্ষ্মীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুলাই) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে নির্বাচনের আয়োজন করা হয়। এতে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদা সভাপতি, পার্বতীনগর ইউনিয়নের মিজানুর রহমান সাধারণ সম্পাদক ও রামগতির চরগাজী ইউনিয়নের ইউসুফ বাহাদুর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

জানা যায়, লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার ৫৮ ইউনিয়নে ৫৫ জন সচিব রয়েছেন। তিন ইউনিয়নের সচিব পদ শূন্য রয়েছে। এ নির্বাচনে ৫৫ জন সচিব ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুরক্ষার জন্য ইউপি সচিবরা দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও সমষ্ঠিগতভাবে জনসেবার পরিধি বাড়ানোর জন্য আমাদের সংগঠন কাজ করবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন