লকডাউনে কুরআন তিলাওয়াত করতে বলেন জায়রা ওয়াসিম

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ৮:২৫ অপরাহ্ণ

করোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। একটানা বাড়িতে থেকে একঘেয়েমি এসে যাচ্ছে অনেকেরই। লকডাউনের এই দীর্ঘ সময়কেও আনন্দ করে কাটানোর উপায় বলেন দঙ্গলগার্ল‘ জায়রা ওয়াসিম। ট্যুইটারে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ প্রস্তাব দিয়েছেন তিনি।

প্রথমে টানা ২১দিনের জন্য লকডাউনের নির্দেশ।তারপর প্রত্যাশা মতো বাড়ানো হল লকডাউনের মেয়াদ। এবারে একেবারে টানা  মে পর্যন্ত। বিশেষ দরকার ছাড়া বাড়ি থেকে বেরনো চলবে না। বন্দি‘ থাকতে হবে ঘরের চার দেওয়ালের মধ্যে। দীর্ঘ এই সময়ে কেউ গল্পের বই পড়েকেউ রান্নার নতুন পদ করেকেউ বা টিভি আর সোশ্যাল মিডিয়া দেখে সময় কাটাচ্ছেন। 

লকডাউনের এই সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য জায়রা ট্যুইটারে মুসলিম ধর্মাবলম্বীদের দিলেন সূজনশীলতার পাঠ। ওই পোস্টে তিনি মুসলিমদের পরামর্শ দিয়েছেন কুরআন আবৃত্তি করে কিছুটা সময় কাটানোর। জ্ঞান সন্ধান করার পাশাপাশি ধর্মকে ভালোমতো বোঝা। সেই সঙ্গে পরিবারের প্রতি যত্ন  দায়িত্বকর্তব্য পালন করা এবং নামায পাঠ করা।

জায়রা ওই পোস্টে আরও প্রস্তাব দেনলকডাউনে অসূজনশীল কাজে নিজেকে না জড়িয়ে ইসলামকে বোঝার জন্য সময় ব্যয় করার জন্য।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন