রোহিত-স্মিথের বিরুদ্ধে বল করা সবচেয়ে কঠিন:শাদাব খান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ১১:০৯ অপরাহ্ণ

ভারত ওপেনার রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথকে বল করা সবচেয়ে কঠিন। এমনটাই বলেছেন পাকিস্তান স্পিনার শাদাব খান। 

গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন শাদাব। নিজেকে অবশ্য মেলে ধরতে পারেননি তিনি। এ ব্যাপারে শাদাব বলছেন, ‘অস্ট্রেলিয়ায় আমি স্মিথকে বল করেছি। ওখানে তো বল আবার ঘোরেই না। ফলে স্মিথের বিরুদ্ধে আমি সাফল্য পাইনি।’

এদিকে গত বিশ্বকাপে রোহিত শর্মা একাই ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছিলেন রোহিত। এ ডানহাতি ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে ৯ ওভার হাত ঘুরিয়ে ৬১ রান দেন শাদাব। সেই অভিজ্ঞতা থেকে পাক-স্পিনার বলছেন, ‘রোহিতকে বল করা খুবই কঠিন। খুব সামান্য ভুল হলেই ছক্কা হাঁকিয়ে দেবে সে।’  

সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডিও রোহিতের কথাই বলেছেন। এক পাক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রাক্তন অজি তারকা জানান, ডেভিড ওয়ার্নার ও রোহিতকে ওপেনার হিসেবে দেখতে চাইবেন তিনি। কারণ এই দুই ওপেনার এই মুহূর্তে বিশ্বের সব থেকে বিপজ্জনক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন