রায়পুর হাসপাতালে মানসম্মত সেবার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০১৮ ১:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্যপদ পূরণসহ রোগীদের মানসম্মত সেবা দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলন এ আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, স্বপ্ন ছোঁয়া ক্লাবের সভাপতি ফখরুল আলম, স্বপ্নকুঁড়ি আসরের সভাপতি রুশদি আহম্মদ রকি ও রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। শুন্যপদ পূরণ করে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এসময় তারা সরকারি চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা বন্ধ ও হাসপাতাল দালালমুক্ত করার দাবি জানানো হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন