রায়পুরে ডাকাতি মামলার আসামি কারাগারে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০১৭ ৬:৫৯ অপরাহ্ণ

নুরুল আমিন ভূঁইয়া :
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি মামলার পলাতক আসমি কাজী বিপ্লবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চরমোহনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী বিপ্লব

দক্ষিন চরমোহনা গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে।
থানা পুলিশ জানায়, গত ১৫ জুন রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বগা রাখালিয়া গ্রামের আটিয়া বাড়ির তাজুল ইসলামের বসতঘরে ডাকাতি সংগঠিত হয়। ওই ডাকাতি মামলার এজাহারভূক্ত আসামি বিপ্লব। তিনি দীর্ঘদিন থেকে গ্রেফতার এড়িয়ে পালিয়ে ছিলেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুল হক মিয়া জানান, বিপ্লবের বিরুদ্ধে থানায় ডাকাতি ও মোটর সাইকেল ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন