রায়পুরের বাবুল মিয়া সৌদিতে নিহত, টাকার অভাবে লাশ মর্গে 

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০১৮ ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাবুল মিয়া (৪৫)। লক্ষ্মীপুর রায়পুরের দেবীপুর গ্রামের রাড়ী বাড়ির মৃত আহ্সান উল্যার ছেলে। বেশ কয়েক মাস যাবত দেশে বেকার ছিলেন। আর্থিক অস্বচ্ছলতার জন্য ধার-দেনা করে সৌদি আরব গিয়েছেন তিনি। দাম্মাম শহরে দিনমজুরী হিসেবে কাজ করতেন বাবুল।

এতে অধিকাংশই বেকার থাকতে হতো। গত শুক্রবার (৩০ মার্চ) গাড়ি চালক হিসেবে কাজে যোগ দেন। ওই দিনই সড়ক দুর্ঘটায় প্রাণ হারায় বাবুল। দাম্মামের হাসপাতালের মর্গে পড়ে আছে তার লাশ। দেশে লাশ আনতে ছয় লাখ টাকা লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এখবরে দেশের বাড়ীতে শোকে ছায়া নেমে এসেছে। নিস্তদ্ধ হয়ে পড়েছে বাবুলের স্বজনরা আর পাড়া-প্রতিবেশিরা।

একদিকে শোকের ছায়া অন্যদিকে ধার-দেনার চিন্তা তার উপরে আবার ছয় লাখ টাকা লাগবে দেশে লাশ আনতে।  ওই পরিবারের সদস্যরা হয়ে পড়েছে দিশেহারা।

পরিবারের সদস্যরা বলছেন, সরকারি ব্যবস্থায় লাশ না আনা হলে তারা শেষবারের মতো বাবুলের মুখ দেখতে পারবে না।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী সুমন জানান, নিহত বাবুল সহজ-সরল ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের স্বজনদের সঙ্গে আমরাও শোকাহত। রাষ্ট্রিয় সহায়তা ছাড়া তাকে পরিবার লাশটি দেশ আনতে পারবে না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন