রামগতিতে দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৮ ৭:০৪ অপরাহ্ণ

সোহেল সামাদ : ‘কমাতে হলে সম্পদের ক্ষয়ক্ষতি নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে আলেকজান্ডার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে বর্ণাঢ্যর‌্যালি বের হয়ে বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ুন, সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন