মোস্তাফিজ ম্যাজিকে ধোনির বিদায়

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৪৪ পূর্বাহ্ণ

এশিয়া কাপের ফাইনালে ভারতকে ২২৩ রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে করছে বাংলাদেশ। আর ভয়ংকর ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনিকে বিদায় করে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৭তম ওভারের প্রথম বলে দলীয় ১৬০ রানে ধোনিকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের ক্যাচ বানান দ্য ফিজ। ৩৬ রান আসে ধোনির ব্যাট থেকে।

এর আগে তৃতীয় উইকেট জুটিতে মাহেন্দ্র সিং ধোনি ও দিনেশ কার্তিকের ৫৪ রানের পার্টনারশিপ ভেঙে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১তম ওভারে রিয়াদের বলে এলবি হয়ে ফেরেন ৩৭ রান করা কার্তিক। ১৩৭ রানে ৪ উইকেট হারায় ভারত।

রোহিত শর্মাকে (৪৮) বিদায় করে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন রুবেল হোসেন। দিনেশ কার্তিকের সঙ্গে জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেওয়া ভারতীয় অধিনায়ককে নাজমুল ইসলাম অপুর ক্যাচে প্যাভিলিয়নে পাঠান রুবেল। ১৭ ওভারে দলীয় ৮৩ রানে ৩ উইকেট হারায় ভারত।

বোলিংয়ে এসেই উইকেট লাভ করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আম্বাতি রায়ডুকে মুশফিকের কট বানিয়ে উইকেটটি পান তিনি। ভারত দলীয় ৪৬ রানে ২ উইকেট হারায়।

নিজের প্রথম ওভারে এসেই শিখর ধাওয়ানকে তুলে নেন স্পিনার নাজমুল ইসলাম অপু। পঞ্চম ওভারে ও দলীয় ৩৫ রানে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ধাওয়ানকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট লাভ করেন অপু।

এর আগে লিটন দাশের দুর্দান্ত সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। অথচ এদিন উদ্বোধনী জুটিতে ভারতের বিপক্ষে রেকর্ড ১২০ রানের জুটি গড়ে লিটন ও মেহেদি হাসান মিরাজ ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। তবে অন্য ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় শেষ পর্যন্ত ভালো স্কোর করতে পারেনি টাইগাররা।

বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা লিটন সর্বোচ্চ ১২১ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট পান কুলদিপ যাদব।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন