মেসির পরেই ইতিহাসের সেরা রোনালদিনহো

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ১:৩১ অপরাহ্ণ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের চোখে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিই যে সর্বকালের সেরা খেলোয়াড়- তা সবারই জানা। তবে এবার তিনি জানালেন নতুন এক তথ্য।

দীর্ঘদিন বার্সেলোনায় খেলা সতীর্থ, ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো গাউচোকেই ইতিহাসের দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন জাভি। তার মতে, রোনালদিনহোর সেরার খুব কাছাকাছি। শুধুমাত্র মেসিই রোনালদিনহোর ওপরে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে রোনালদিনহোর ব্যাপারে জাভি বলেন, ‘সন্দেহ নেই, রোনালদিনহো সেরাদের কাতারেই রয়েছে। শুধুমাত্র স্থিরতায় ঘাটতি ছিল তার। নিজের সেরা ফর্মে থেকেও দৃঢ়তা কম ছিল তার।’

জাভি আরও বলেন, ‘আমার মতে, স্থিরতার বিচারে শুধুমাত্র মেসিই রোনালদিনহোর ওপরে। গত কয়েক মৌসুমে মেসি ছিলো অসাধারণ। মেসিই ইতিহাসের সেরা। তবে রোনালদিনহো সেরাদের সঙ্গে। এরপর বাকিরা।’

বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে দায়িত্বরত রয়েছেন জাভি। তবে সম্ভাবনা রয়েছে, খুব শীঘ্রই নিজের প্রিয় ক্লাব বার্সেলোনার দায়িত্ব নেবেন তিনি। পুরোপুরি নিয়ন্ত্রণ দেয়া হলেই যেকোন সময় বার্সার দায়িত্ব নিতে রাজি জাভি।

এ বিষয়ে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে আমি বার্সেলোনায় ফিরতে চাই। আমি এটার অপেক্ষায় আছি। আমি নিজের কোচিং সম্পর্কে ধারণা পেয়েছি। তাই বলতে পারি যে, খেলোয়াড়দের মধ্যে বিশেষ কিছু দিতে পারব আমি।’

‘তবে একটা বিষয় তাদের বলে দিয়েছি, আমি এমন একটা মিশনে আগাবো যেখানে শূন্য থেকে শুরু হবে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমার হাতেই থাকবে। আমি তাদের নিয়েই কাজ করব, যাদের ওপর আমার আত্মবিশ্বাস থাকবে, যারা ক্লাবের প্রতি নিষ্ঠাবান এবং প্রতিভাও আছে। ড্রেসিংরুমের আশপাশে নেতিবাচক কাউকে থাকতে দেয়া হবে না।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন