লক্ষ্মীপুরে চেয়ারম্যান শাহজাহানের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ৫:২৭ অপরাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে শহরের হাট-বাজার, অফিস ও হাসপাতাল এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের নির্দেশনায় এ কার্যক্রম শুরু করা হয়।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে পরিষদ প্রাঙ্গণে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া।


এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সদস্য মাহবুবুল হক মাহবুব, মামুন বিন জাকারিয়া ও সাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।


পরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লিডার নাসরিন আক্তারের নেতৃত্বে ১০ জন স্বেচ্ছাসেবক স্প্রে কার্যক্রম শুরু করে।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, করোনার প্রাদুর্ভাব রোধে শহরকে জীবণু মুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিজের অবস্থানে থেকে সবাইকে বাড়ি-ঘরসহ আশপাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রেখে করোনা প্রতিরোধে কাজ করতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন