মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড রদ হচ্ছে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৮ ২:২৭ অপরাহ্ণ

মালয়েশিয়া মৃত্যুদণ্ড রদ করতে যাচ্ছে। দেশটির মন্ত্রীসভা এ বিষয়ে সম্মত হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সিনিয়র এক মন্ত্রী জানিয়েছেন মানবাধিকার গ্রুপগুলো ও কূটনীতিকরা এ সিদ্ধান্তের প্রশংসা করেছে। দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বলেন, মন্ত্রীসভা মৃত্যুদণ্ড বাতিলে সম্মত হয়েছে। খুব শিগগিরই আইন সংশোধন করা হবে।

মালয়েশিয়ায় বর্তমানে খুন, অপহরণ, অস্ত্র ও মাদক পাচারের মতো অপরাধের বিচারে সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ব্রিটিশ উপনিবেশ আমল থেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান চালু রয়েছে।

দেশটিতি বর্তমানে এক হাজার ২০০’র বেশি জনের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে। সূত্র: এএফপি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন