মান্দারী-ভবানীগঞ্জ সড়কের গন্ধর্ব্যপুর এলাকার রাস্তায় জনদুর্ভোগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ মে, ২০১৮ ৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী-ভবানীগঞ্জ সড়কের আমিন বাজার থেকে বাবলাতলী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় জনদুর্ভোগ চরমে পর্যায়ে রয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন সদর উপজেলার কুশাখালি ও তেয়ারীগঞ্জ ইউনিয়নের হাজার হাজার স্কুল-কলেজ শিক্ষার্থী, ট্রাক, পিক-আপ, সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন ধরণের যানবাহন যাতায়াত করে।

ব্যাটারি চালিত রিকসা চালক শাহাজান জানান,গতবছর মান্দারী থেকে আমিন বাজার পর্যন্ত নতুন কার্পেটিং করা হয়েছে । ওইসময় আমিন বাজার থেকে তেয়ারীগঞ্জ পর্যন্ত মোটামুটি ভালো ছিল। বর্তমানে রাস্তাটির পিচ উঠে বড় বড় খানা-খন্দে রূপ নিয়েছে। যার কারনে বাহনগুলি প্রায় দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তা সংস্কার করা না হলে গাড়ি চালানো বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, সড়কটি পর্যবেক্ষণ করা হয়েছে। বরাদ্ধ এলে আগামী বাজেটে মান্দারী-ভবানীগঞ্জ সড়কের সংস্কার কাজ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন