বিপদে সাংবাদিকদের বন্ধু কে হয় ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০১৭ ৮:৪৭ অপরাহ্ণ

ভাস্কর বসু রায় চৌধুুরী :
পূর্ব দিগন্তে সূর্য- আলোকের বিজ ঘোষণার পূর্বেই সমগ্র পৃথিবী আমাদের দুয়ারে এসে করাঘাত করে। সংবাদপত্র হচ্ছে সেই ক্ষুদ্র পৃথিবী। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়- ‘কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই’।

মানবজীবনের প্রতিক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা, উপকারিতাও অপরিসীম। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রেই সংবাদপত্র গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। সংবাদপত্র তখনই জনপ্রিয় হয়ে ওঠে যখন বাস্তব সত্য পত্রিকায় প্রকাশিত হয়।

সাংবাদিকতা একটি কঠিন পেশা। এ পেশায় জনপ্রিয়তা অর্জন করা খুবই দুঃসাধ্য। কারণ যুদ্ধক্ষেত্রের ভয়াবহ রণাঙ্গনের খবর, ছবি সংগ্রহ ও পরিবেশন সহজ কাজ নয়।

হত্যা, গুম ও খুনের গোপন তথ্য সংগ্রহ করতে অনুসন্ধানীর ভূমিকায় কাজ করতে হয় একজন দায়িত্বশীল সংবাদকর্মীকে। বিপথগামী নেশাখোরদের বিরুদ্ধে কোন খবর পরিবেশন করলে হুমকির মুখে পড়তে হয়। তরপরও প্রকৃত সাংবাদিকদের কলম থেমে থাকে না অন্যায়ের বিরুদ্ধে।

প্রশাসন, সরকারি দলের ক্যাডারদের দুষ্কর্ম যখন খবরের কাগজে প্রকাশ পায় তখন সাংবাদিকরা হেয় প্রতিপন্নের শিকার হতে হয়। ষড়যন্ত্রমূলক মামলা দায়ের, খুন ও জখমের শিকার হয়। তখন সাংবাদিকদের বন্ধু কে হয়? সাংবাদিকদের বন্ধু তখন সাংবাদিকরাই হয়। সংবাদপত্রে প্রতিবাদ জানায়। মানববন্ধন করে।

যখন সাংবাদিকরা দেশের জন্য, অন্যায়-অত্যাচার, রাষ্ট্রীয় দুর্নীতি, অনিয়ম, অনাচারের বিরুদ্ধে লিখতে গিয়ে সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হয়। পুলিশের হাতে লাঠিপেটার শিকার হয়। জেল-জুলুমের শিকার হয়। তখন দেশের কোন সাধারণ মানুষ এজন্য প্রতিবাদ করতে চায় না। কেউ

মানববন্ধনও করেন না। শুধু সাধারণ মানুষের কথাই বা বলব কেন বর্তমানে দেশের সাংবাদিকরাও হয়ে গেছেন দলীয়। কেউ কেউ হয়ে গেছেন বাণিজ্যিক। কোন ব্যাপারে অর্থ পেলে আর কথা বলেন না। দেশে এ ধরনের বহু দৃষ্টান্ত প্রতিস্থাপিত হয়েছে। সাংবাদিকরা একতাবদ্ধ হওয়ার জন্য

প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার ইউনিটিসহ বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। সেখানেও ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি, প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে দলীয় প্রধানরা নিজেদের পকেট ভর্তি করায় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে গঠনতন্ত্র মোতাবেক অনাস্থা প্রস্তাব প্রদান করেন। যা সাম্প্রতিককালে লক্ষ্মীপুর জেলায় সংগঠিত হয়েছে।

পুনশ্চঃ-সাংবাদিকে সাংবাদিকে হানাহানি ভুলে গিয়ে সন্দেহ প্রবনতার বাইরে এসে সাংগঠনিক গঠনতন্ত্র মোতাবেক দায়ীত্বশীলরা অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রতিশ্রুতিশীল হলেই সকলের জন্যই মঙ্গল।

লেখক : ভাস্কর বসু রায় চৌধুুরী (ভিবি রায়)
সংবাদকর্মী
লক্ষ্মীপুর।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন