বিজয়ের পাঁচ দশক উপলক্ষে বছরব্যাপী দীর্ঘ অনুষ্ঠান আনছে স্পাইস টিভি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ

বিজয় ৫০, উদযাপনে বাংলাদেশ’ শিরোনামে বছরব্যাপী তথ্যচিত্র প্রচার করবে স্পাইস টেলিভিশন লিমিটেড।  সোমবার ঢাকায় তথ্যচিত্রের চার উপস্থাপক, সঞ্চালক একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, কথা সাহিত্যিক আনিসুল হক, শহীদ বুদ্ধিজীবী তনয়া ডা. নুজহাত চৌধুরী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপির সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্পাইস টেলিভিশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান ও সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

তথ্যচিত্রে বিজয়ের ৫০ সুবর্ণ জয়ন্তীতে পৌঁছতে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও অর্জন তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড নিয়ে তাঁর স্বপ্ন, কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হবে নতুন প্রজন্মের কাছে।

স্পাইস টেলিভিশন লিমিটেড আগামী ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানটি ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রচার হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন