ইয়াং মিডিয়া ফেলোশিপ পেলেন সাংবাদিক ডালিম হাজারী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের ফ্ল্যাগশিপ ‘ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩’ অর্জন করেছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম।

রোববার (১৬ জুলাই) দুপুরে ঢাকার রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফেলোশিপের সনদ তুলে দেওয়া হয়।

ফেলোশিপের মেন্টর হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক উদিসা ইসলাম।

বাংলানিউজের ডালিম ছাড়াও ফেলোশিপটি অর্জন করেন সময় টিভির সিনিয়র রিপোর্টার রাশেদ বাপ্পী, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার আশেকীন প্রিন্স, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোছাব্বের হোসেন, সমকালের নিজস্ব প্রতিবেদক জাহিদুর রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিজস্ব প্রতিবেদক তাওসিয়া তাজমিম, দ্য বাংলাদেশ টুডের নিজস্ব প্রতিবেদক পিংকি আক্তার, দ্য বাংলাদেশ পোস্টের রিপোর্টার আফরিন আপ্পি, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন খান রিফাত ও আতিক হাসান শুভ।

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন