বাংলাদেশ যুব গেমস্ দাবায় ব্রোঞ্জ অর্জন করেছে লক্ষ্মীপুরের স্বাধীন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ মার্চ, ২০১৮ ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ যুব গেমস্ এ দাবা খেলায় অংশ নিয়ে ব্রোঞ্জ (তৃতীয় পুরস্কার) অর্জন করেছে লক্ষ্মীপুরের আব্দুল আহাদ স্বাধীন।

১০ মার্চ থেকে ১৬ মার্চ বাংলাদেশ দাবা ফেডারেশন ভবনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৮টি বিভাগের বাছাইকৃত খেলোয়াররা অংশ নেয়। যুব গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ১৮ ডিসেম্বর একযোগে সারা দেশে অনুষ্ঠিত হয়।

স্বাধীন লক্ষ্মীপুর জেলার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগিতায় অংশ নেয়,চট্টগ্রাম বিভাগ থেকেও উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয় এবং ব্রোঞ্চ অর্জন করে। তিনি ইতিপূর্বে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার আয়োজিত আন্ত স্কুল দাবা টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়।

স্বাধীন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দাবা ছাড়া সে গণিতেও পারদর্শী। সে লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার হুমায়ুন কবির তোফায়েল মিয়ার নাতী।

প্রতিবেদকের সাথে আলাপকালে স্বাধীন বলেন,অন্যান্য জেলার মত লক্ষ্মীপুর জেলায় দাবার কোন সুযোগ সুবিধা নেই,কোন কোচও নেই,জেলা থেকে যদি একজন দক্ষ কোচের অধীনে চর্চা করতে পারতাম তাহলে হয়তো গোল্ডও অর্জন করতে পারতাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন