বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন শিল্পা শেঠি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: বর্ণবাদী মন্তব্য করে ভারত জুড়ে সমালোচিত হচ্ছেন শিল্পা শেঠি! একটি বিশেষ গোষ্ঠীর অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

তবে পরিস্থিতি বেগতিক দেখে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী।

টুইটারে ক্ষমা চেয়ে শিল্পা লিখেছেন, ‘অতীতের একটি সাক্ষাৎকারে আমার কিছু শব্দ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারো অনুভূতিতে আঘাত করার জন্য এগুলো বলা হয়নি। যদি কেউ আঘাত পান তাহলে আমি ক্ষমা চাইছি। আমি গর্বিত যে, এমন একটি দেশে বসবাস করি যেখানে বিভিন্ন জাতি  সম্প্রদায় রয়েছে এবং আমি প্রত্যেককে শ্রদ্ধা করি।’

সম্প্রতি  এক সাক্ষাৎকারে শিল্পা শেঠি বলেছিলেন, ‘বাসায় আমাকে দেখতে ভাঙ্গির মতো লাগে।’ আর এর পর থেকেই শুরু হয় সমালোচনা। ভাঙ্গি বা চোহরা সম্প্রদায় অনেক বছর থেকেই ভারত ও পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে বসবাস করে আসছে। নিম্নবর্ণের এই জাতি সাধারণত পরিচ্ছন্নতা পেশার সঙ্গে যুক্ত।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন