ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন, সম্পাদক মিলন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মার্চ, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী নিবন্ধন পেয়েছে ‘ফেনী সাংবাদিক ইউনিয়ন’ (এফইউজে, রেজিঃ নং – ১২৬)। একইসঙ্গে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি অনুমোদন দিয়েছে শ্রম অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে সংগঠনটির নিবন্ধনের পাশাপাশি তিন বছর মেয়াদের একটি কার্যকরি কমিটির অনুমোদন দেন শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

কমিটিতে সভাপতি হয়েছেন যতন মজুমদার (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ), নির্বাহী সদস্য সাহেদুল ইসলাম কাওছার (স্পেকট্রাম) ও শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ)।

নিবন্ধন প্রাপ্তিতে সার্বিক সহযোগিতার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি যতন মজুমদার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন