ফাহাদের স্মৃতির পাতায় তুমি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২০ ৮:৪৮ অপরাহ্ণ

‘স্মৃতির পাতায় তুমি’
-ফাহাদ বিন বেলায়েত

স্মৃতির পাতায় তুমি স্থীর হয়ে আছো হৃদয় গহীনে!
রোদ্র-তপ্ত দুপুরে খোলা বারান্দায় তোমার ক্লান্ত মায়ায় মুখ দেখি-
এলো-মেলো চুল দেখি,
চোখের মায়া দেখি,
দেখি হারিয়ে যাওয়া বয়সের অনুভূতির স্পর্শ।

কেন এমন বলতে পারো? এমন আনমনে থাকাকি তোমাকে মানায়?

একদিন খোলা জানালার বাইরে বৃষ্টির ফোটা হয়ে হয়েছিলে আমার দু-হাতের পরে!

আজ সে জানালা বন্ধ।
বন্ধ জানালায় তোমার অস্তিত্বের ছায়া কেবলই দোল খাচ্ছে—–

স্মৃতির পাতায় তুমি বসে থাকো-
সকালের শুভ্রতায় বকুল কুড়িয়ে শিশির ভেজা ঘাসে পা ভেজাও, স্বপ্ন আঁকো।

তোমার যৌবন পরাগবিহীন ফুলে মৌমাছির বাসা বেঁধেছে ভোরের আলোয়।

স্মৃতির পাতায় তুমি
বাবুই পাখির শৈল্পিক বোনা বৃক্ষের নীচে একাকী দাঁড়িয়ে!
চোখে মুখে তোমার হৃদয়ের ভাষা বুঝতে রাসায়নিক সংকেতের মত কঠিন মনে হচ্ছে।!

উনুনে পোড়ানো তোমার দুটো হাত
হাজারো ইচ্ছায় স্পর্শ করতে পারিনি।।
মনে হচ্ছে এই বুঝি রাত্রী নেমে এলো অন্ধকার,গভীর অন্ধকার——-

খুব বেশী মনে হয় তোমাকে ছুঁয়ে দেখার বিন্দু মাত্র যোগ্যতাও আমার নেই!!!

স্মৃতির পাতায় তুমি
আমার প্রতিটি ক্ষনের একাক্বীত্বের এক মহাকালের যাত্রী।।।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন