পর্তুগালে উন্নয়ন মেলায় দর্শক মাতাবেন ফারুক-নাজিয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০১৮ ১১:৫১ পূর্বাহ্ণ

পর্তুগালের রাজধানী লিসবনে আগামীকাল শনিবার (৬ অক্টোবর) উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ দূতাবাস আয়োজিত দিনব্যাপী এ মেলায় দর্শক মাতাবেন শিশুসাহিত্য পরিষদের সভাপতি কবি সৈয়দ আল ফারুক ও সংগীতশিল্পী নাহিদ নাজিয়া।উন্নয়ন মেলায় তারা কথা বলবেন প্রবাসী বাঙালি শ্রোতা-দর্শকদের সঙ্গে, শুনবেন তাদের কথা।

মেলায় কবি সৈয়দ আল ফারুক আবৃত্তি করবেন তার প্রিয় কবিতা আর দর্শকদের পছন্দের কবিতা। সংগীতশিল্পী নাহিদ নাজিয়া নিজের অ্যালবাম থেকে এবং শ্রোতাদের অনুরোধে গাইবেন আধুনিক গান, বাউল ও হারানো দিনের গান। এছাড়া বাংলাদেশের গত ১০ বছরের উন্নয়ন নিয়ে থাকছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ও ফান-ফেয়ার। উন্নয়ন মেলা ছাড়াও আরও দুটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়ার কথা রয়েছে ফারুক ও নাজিয়ার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন