দল ব্যর্থ, নেতৃত্ব হারালেন ম্যাথুস

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫০ অপরাহ্ণ

তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল কিছুদিন ধরেই। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর সেই প্রশ্নটা জোড়ালো হয় আরো। অবশেষে দ্বায়িত্বটা হারালেন অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

ম্যাথুসের পরিবর্তে এখন ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমালকে। যিনি শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কও!

অবশ্য এভাবে পদ হারানো ম্যাথুসের জন্য নতুন নয়। দশ মাস ফের দ্বায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু এরপর তার নেতৃত্ব নিয়ে খুশি হতে পারেনি লঙ্কান ক্রিকেট বোর্ড। এমন কী কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও রসায়নটা জমছে না তার।

চাপে থাকা ম্যাথুস এশিয়া কাপে টানা দুই ম্যাচ হেরে বিদায় নেয়। প্রথমে বাংলাদেশ এরপর আফগানিস্তানের সঙ্গেও এলোমেলো লঙ্কানরা!

তারই পথ ধরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘নির্বাচকরা সামনের ইংল্যান্ড সিরিজে ওয়ানডে অধিনায়ক হিসেবে দিনেশ চান্দিমালকে নিয়োগ দিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের দায়িত্ব ছাড়তে অনুরোধ করা হয়েছে।’ (বার্তা২৪)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন