তাবেদারী করলে পাঠক থাকবে না : কার্তিক সেন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৭ ১১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক কালের কন্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের সভাপতি কার্তিক সেন গুপ্ত বলেছেন, প্রশাসন ও রাজনীতিবীদদের তাবেদারী করলে সংবাদপত্রের পাঠক থাকবে না।

এজন্য সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রত্যাশা করে পাঠকরা। বিশ্ব আজ দুই শ্রেণিতে বিভক্ত। একদিকে শোষক, অন্যদিকে শোষিত। সংবাদপত্রকে তার দিকটি বেচে নিতে হবে। মোহনানিউজ আজকের এ বিজয়ের দিনে তার কার্যক্রম শুরু করেছে। অনলাইনটি একমাত্র তাদের লেখার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করত পারবে বলে।

স্বপ্নের কাছাকাছি স্লোগান সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজ ডটকমের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের চকবাজারের রতন প্লাজার অস্থায়ী কার্যালয়ে অনলাইনটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন