তফসিল ঘোষণার পর অস্ত্র উদ্ধার ও মাদকসেবীদের গ্রেপ্তারের নির্দেশ ইসির

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০১৮ ২:০৩ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: আগামী সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত রাখতে তফসিলের পরপরেই অস্ত্র উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ইসি।

বুধবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইসির আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

বৈঠক শেষে ইসি সচিব বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। এখানে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব ধরণের পাবলিক পরীক্ষা শেষ করার।’

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারের ২৩টি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে ইসি সচিব আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানান।

ইসি সচিব বলেন, ‘আগামী সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিলের পর নির্বাচনী পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।’

এছড়া সংসদ নির্বাচনে আয়কর সনদ বাধ্যতামূলক করা হয়নি। সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন