‘টেকনিক্যালি, নেইমার বিশ্বের সেরা ফুটবলার’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ

২০১৭ সালে অনেকটা অভিমানেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু এখনও সেখানে নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি ব্রাজিলের এ ফরোয়ার্ড। তবে তার সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই কাফুর। এমনকি টেকনিক্যালি নেইমারের ধারে কাছে বর্তমানে কেউ নেই বলে মনে করেন তিনি। 

এ মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন নেইমার। তবে সে আশা এখনও পূরণ হয়নি, যদিও চোটের কারণে ক্লাবটির হয়ে বিভিন্ন সময়ে খেলতে পারেননি নকআউট পর্বের ম্যাচ। একই কারণে গত বছর দেশের কোপা আমেরিকা জয়ের মিশনেও ছিলেন দর্শক হয়ে। আকাশচূড়া স্বপ্ন নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গিয়ে শেষটা তার হয় চরম হতাশায়। তবে কাফুর বিশ্বাস, বর্তমানে নেইমারের মতো এমন মেধাবী ফুটবলার দ্বিতীয়জন নেই, ‘টেকনিক্যালি, নেইমার বিশ্বের সেরা ফুটবলার। বর্তমানে, টেকনিক্যালি নেইমারকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। এমনকি মেসিও না, যদিও আমি তার ভক্ত। তবে সে টেকনিক্যাল দিক দিয়ে তার (নেইমার) চেয়ে ভালো নয়।’

শুধু ক্লাব ফুটবলে নয় জাতীয় পর্যায়েও নেইমার সবচেয়ে বড় তারকা। এমনটাই মনে করেন কাফু, ‘বর্তমানে ব্রাজিল দলে আমি কোনো নেতা দেখছি না। এমন কাউকে দেখছি না যে নেইমারকে বলবে, “এটা করো না” অথবা “এটা করো”। কেউ নেই। তারা এই দায়িত্ব তাকেই দিয়েছে, কিন্তু এটা তার বৈশিষ্ট্য না। এটা এমন নয় যা সে চায় না, তবে এটা তার বৈশিষ্ট্য না। কখনও কোনো পরিস্থিতি সামাল দিতে তাকে কি দেখেছেন চিয়াগো সিলভা বা তিতেকে ধরতে এবং সেটার সমাধান করতে? না, কারণ এটা তার বৈশিষ্ট্য না। আমি আবারও বলছি, বিশ্বকাপ জয়ের জন্য সে আমাদের সবচেয়ে বড় আশা…সে একটা নাম, সে অন্যদের জন্য জায়গা তৈরি করে দেয়, সে অসাধারণ সব গোল করে। তবে, আসলেই এমন একজন নেই যে তাকে আগলে রাখবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন