রামগঞ্জে জ্বর,সর্দি-কাশি, শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, ৫ পরিবার লকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ

জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিহত বৃদ্ধের বাড়ির ৫ টি পরিবারকে লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বেলা ১১ টার দিকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় রক্তের নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। কিন্তু ভর্তি না করে স্বজনরা গোপনে বাড়ির দিকে নিয়ে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু হয়। এর পরপরই রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামের নিহত বৃদ্ধের বাড়ির ৫ টি পরিবার লকডাউন রাখা হয়েছে।

রামগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার রওশন জামিল জানান, নিহত ব্যক্তির জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট ছিল। হাসপাতালে ভর্তি না করে স্বজনরা গোপনে বাড়ি নেওয়ার পথে তিনি মারা যান। পরে ওই বাড়ির ৫ টি পরিবারকে লকডাউন করা হয়েছে। করোনা পরীক্ষার প্রতিবেদন আসা পর্যন্ত ওই বাড়ির লকডাউনে থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন