ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কীতে লক্ষ্মীপুরে কেক কাটা অনুষ্ঠান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০১৮ ১২:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে কেক কাটা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের (অস্থায়ী) কার্যালয়ে কেক কাটার আয়োজন করেন জেলা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ মান্না, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী , জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি জাবেদ মনোয়ার, সদস্য কাজী বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক করিমুল হক কনক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন