চাকরি জাতীয়করণের দাবিতে ইউসিসিএ কর্মচারীদের স্মারকলিপি

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০১৭ ৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে বিআরডিবি’র অধিভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিআরডিবি কার্যালয়ের উপ-পরিচালকের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) মহা-পরিচালক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ জেলার রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলার ইউসিসিএ’র কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে চাকরি জাতীয়করণ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৪৪তম সভার সিন্ধান্ত বাস্তবায়ন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সকল সুবিধা নিশ্চিত করণসহ ৫ দফা দাবি জানানো হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন