চন্ডিপুরের দুলাল মিয়া পেল রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের অটোরিক্সা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে অসহায় দুলাল মিয়াকে অটোরিক্সা প্রদান করা হয়েছে।উপজেলার চন্ডিপুরের দুলাল মিয়ার অটোরিক্সাটি সম্প্রতি প্রতারক চক্র চুরি করে নিয়ে যায়।এতে অসহায় হয়ে পড়েন তিনি।

শুক্রবার (১ জানুয়ারি) রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা উদ্যেগ নিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে এ অটোরিক্সা বুঝিয়ে দেয়। এসময় ক্রয়কৃত চুরি হওয়া রিক্সার বাকী টাকা পরিশোধের উদ্যোগ নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আনোয়ার হোসেন।সংগঠনের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক জাহীদ হাসান পাবেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রামস্থ খাদেম কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ গোলাম রহমান রিফাত, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশন সভাপতি রিয়াজ আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, রামগঞ্জ উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সাধারণ ডাক্তার আরমান খাঁন জয়, রবিউল ইসলাম রাজন ও মাওলানা এমরান হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন