গানের শিক্ষিকা হলেন স্বাগতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ

ছোটবেলা থেকেই গান করতেন অভিনেত্রী স্বাগতা। বাবার কাছেই প্রথম তার গানের হাতে খড়ি হয়েছিল। পরবর্তীতে অনিল কুমার সাহা, নীলুফা ইয়াসমিন, ফেরদৌস আরার কাছে তিনি গান শেখেন। এবার তিনি নিজেই গানের শিক্ষিকা হলেন।

জাগো নিউজকে স্বাগতা বলেন, রাজধানী উত্তরায় অভিনেত্রী আফসানা মিমি আপার একটি প্রতিষ্ঠানে শিশুদের গান শেখাচ্ছি। গত ৬-৭ মাস হলো এটা করছি। শিশুদের গান শেখাতে আমার ভালো লাগছে। প্রতি সপ্তাহে একদিন এখানে আমি ক্লাস নিচ্ছি। এখানে শিশুদের সংগীতের বেসিক শিক্ষা

 

দিচ্ছি আমি। তিনি আরো বলেন, এছাড়া আনন্দম সংগীতাঙ্গন গানের স্কুল রয়েছে। সেখানেও আমি মাঝে মধ্যে ক্লাস নিচ্ছি।

অভিনয় ছাড়াও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্বাগতা। তার অভিনীত ‘সানফ্লাওয়ার’ শিরোনামের একটি ধারাবাহিক প্রচার হচ্ছে এনটিভিতে। চলতি মাসের শেষ সপ্তাহে আনোয়ার হোসেন বুলুর নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করবেন বলে জানান তিনি।

 

এছাড়া বাংলাভিশনে ‘সোনালী দিনের রূপালী গল্প’ শীর্ষক একটি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করছেন। এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে স্বাগতা ব্যতিক্রমী সাজে দর্শকদের সামনে উপস্থিত হয়ে থাকেন। একেকটি পর্বে একটি সিনেমার নায়িকার অনুকরণে তিনি পর্দায় আসেন বলে জানান।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন