গরমের শুরুতে রামগঞ্জে এমপির কম্বল বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ: ফাল্গুন মাসের আগমন মানেই গরমের আবাস। এ মাস থেকেই মানুষ গরমে অতিষ্ট হয়। এ গরমের সময়ে লক্ষ্মীপুর (১) রামগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মনসা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক নারী-পুরুষদের কম্বল দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর মেয়র মো: আবুল খায়ের পাটওয়ারী। অতিথি ছিলেন চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সংসদ সদস্যর স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান শেখ, উপজেলা যুব তরিকত ফেডারেশনের সভাপতি মনির হোসেন, পৌর সাধারন সম্পাদক শামীম হোসেন, উপজেলা ছাত্র ফেডারেশনের আহবায়ক মেহেদী হাছান আকুলসহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ এক নেতা বলেন, ফাল্গুন মাসে কম্বল বিতরণ এটি হাস্যকর বিষয়। এমন গরমের দিনে মানুষ কম্বল দিয়ে কি করবে। গরম আসাতে কম্বলে দাম কম হওয়ায় এসময়ে বিতরণ করতে পারে বলেও ধারণা করেন এ নেতা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন