কোটা চূড়ান্ত করতে একটু সময় লাগবে: সচিব

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ জুলাই, ২০১৮ ৬:৫০ অপরাহ্ণ

সরকারি চাকরিতে কোটার নতুন রূপরেখা চূড়ান্ত করতে সময় লাগতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ‘বিষয়টি তত সহজ নয় জটিল আছে। এটা অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে। একটু সময় লাগবে।’

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কোটা সংস্কারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীনে আছে। আমাদের নিচের লেভেলে এখনও এটা ট্রান্সমিটেড হয়নি।’

কোটা সংস্কারের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আপনারা বিষয়টি যত সহজভাবে বিশ্লেষণ করছেন তত সহজ নয় জটিল আছে। এটা অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে, সেই আলোকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’

কতদিনে এটা চূড়ান্ত হবে জানতে চাইলে শফিউল আলম বলেন, ‘এটা আমাদের পক্ষে অনুমান করা একটু কঠিন।’

এটা দীর্ঘমেয়াদী ব্যাপার কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটু সময় লাগবে মনে হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করিনি। হবে, আশা করি খুব দ্রুতই হবে, ইনশাআল্লাহ।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন