কে কোন ফরমেটে খেলতে ইচ্ছুক সেই অনুযায়ী টিম : পাপন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ

ক্রিকেটারদের কেউ কেউদীর্ঘ পরিসরের ম্যাচ টেস্টে খেলতে আগ্রহী নন ।গত ক’বছর ধরে তা অসংখ্যবার মিডিয়াকে বলেছেন বিসিবি সভাপতি। আগামী এপ্রিলে শ্রীলংকা সফরে বাংলাদেশ ক্রিকেট দল খেলবে ২টি টেস্ট।

আইপিএলের ২ কোটি ৩০ লাখ রূপীকে গুরুত্ব দিয়ে এই টেস্ট সিরিজে খেলবেন না বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে বাংলাদেশ দলকে বিপদে ফেলে দিয়েছেন সাকিব। সে কারণেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারছে না বিসিবি।

নতুন চুক্তির আগে ক্রিকেটারদের কে কোন ফরমেটে খেলতে চান,তাদের কাছ থেকে সেই লিখিত নিতে চায় বিসিবি-সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্তে উপনীত হয়েছে পরিচালনা পরিষদ।

আগামী মে-জুনের মধ্যে ক্রিকেটারদের কাছ থেকে এই ইচ্ছা-অনিচ্ছা জেনে নিতে চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন- ‘ কেন জানি আমার কাছে মনে হয়েছে অনেকের অনেক ফরমেটে খেলার ইচ্ছা কম। কনফিডেন্স নেই বা ইচ্ছা নাই, তা  জানি না।  আমরা এই মে-জুন মাসের মধ্যে যদি জেনে যাই কে কোন ফরমেটে ইচ্ছুক নয়, তাহলে আমরা সে অনুযায়ী টিম করতে পারব।’

ক্রিকেটারদের ইচ্ছা-অনিচ্ছা জেনে যাওয়ার পর সে অনুযায়ী দল করা হবে বলে জানিয়েছেন পাপন-‘ প্লেয়ার রেডি আছে । এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করতে পারি। হতে পারে তারা প্রথমে কি তামিম-সাকিবের মতো পারফর্মেন্স করতে পারবে না। কিন্তু প্রত্যেকের সেই সামর্থ্য আছে।’

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বিসিবি ইমার্জিং দলের ছেলেদের পারফরমেন্সে মুগ্ধ পাপন ভবিষ্যতের ব্যাক আপ ক্রিকেটারের সম্ভাবনা দেখছেন তাদের মধ্যে- ‘এই যে ইমার্জিং কাপ টা হল কতগুলো ছেলেকে আপনারা দেখলেন, তারা দারুণ।  ইয়াং ছেলেদের সুবিধা কি জানেন, ওদের মাইন্ডসেট  এভাবে তৈরি করা মানে এখন থেকে চেষ্টা করলেন দুই বছর পরে তৈরি করা সম্ভব । দরকার হলে বিশ্বমানের ট্রেনিং ফ্যাসিলিটিজ  আমরা তাদেরতে অবশ্যই দিব।’

টেস্টে বাংলাদেশের পারফরমেন্স বলার মতো নয়। তবে এক বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে, টেস্টে ভাল করবে বাংলাদেশ দল, সে বিশ্বাস বদ্ধমূল বিসিবি সভাপতির-‘ আমি খুব একটা চিন্তিত নই। এই কোভিড সিচুয়েশন না থাকলে আমাদের পরিকল্পনা ছিল এই বছরের মধ্যেই যত পারি টেস্ট খেলব। কিন্তু দুর্ভাগ্যবশত এই কোভিডের কারণেই আমাদের একটা বছর  চলে গেল।  কোন খেলাধুলা নেই টেস্ট তো দূরে থাক। সে দিক দিয়ে আমার মনে হয় আমরা এক বছর পিছিয়ে গেছি।  কিন্তু এক বছর পরে দেখবেন আমরা টেস্ট ও বাংলাদেশ একটা ভাল কিছু করবে ইনশাআল্লাহ।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন