করোনায় দেশে নতুন আক্রান্ত ৪৯২, মোট আক্রান্ত ২৯৪৮

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১০১ জনের প্রাণহানি হলো।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৪৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা। এ নিয়ে ৮৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন